মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস পালিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি \//

সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তজার্তিক নারী দিবস-২০২৫। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। গতকাল শনিবার (৮ মার্চ) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শাহেদা আকতারের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতি গঠনে এই নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে নারীরা আজ অনেকটাই মুক্ত হয়েছে অশিক্ষার অভিশাপ থেকে, যুক্ত হয়েছে সমাজ ও দেশ নির্মাণের প্রতিটি ক্ষেত্রে। নারীর সাহচার্য ছাড়া পুরুষ কখনো জয়ী হতে পারেনি। নারী প্রেরণার উৎস। তাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন-‘কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারি; প্রেরণা দিয়েছে,

শক্তি দিয়েছে, বিজয়ালক্ষ্ধসঢ়;মী নারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অদিদপ্তরের প্রশিক্ষনার্থী শাহ মাজিদুন্নেছা, তাসফিন খানম, ঐশী রানী পাল প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন