সীমান্তে নিহত সিলেটের সেই যুবকের লা শ ফেরত দিলো বিএসএফ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত শাহেদ আহমদের লাশ পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

 

 

 

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পতাকা বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জকিগঞ্জ বিজিবি-১৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার গোলাম কবির, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম এবং ভারতের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

নিহত শাহেদ আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

 

 

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সায়েম জানান, পতাকা বৈঠক শেষে শাহেদ আহমদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শাহেদ আহমদসহ আরও কয়েকজন কানাইঘাটের মঙ্গলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে ভারত থেকে চিনি নিয়ে আসার সময় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় শাহেদ আহমদ। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেলে সেখানকার পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন