রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত

gbn

রান তাড়া করতে নেমে রোহিত শর্মা যা শুরু করেছিলেন তাতে সহজ জয়ই পাওয়ার কথা ছিল ভারতের। তবে হারার আগে হার নয়, এমন মানসিকতায় লড়তে থাকে নিউজিল্যান্ড। তার কিছুটা সুফলও পেয়েছিল কিউইরা। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।

 

ভারতের কাছে ৪ উইকেটের পরাজয় দেখেছে কিউইরা। এত আরেকবার আইসিসির ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টে হতাশার গল্পই লিখল তারা। ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো আইসিসির ওয়ানডে সংস্করণ জেতা হয়নি তাদের। আজ সুযোগ ছিল ট্রফিটা আরেকবার উঁচিয়ে ধরার।

কিন্তু তা হতে দিল না ভারত।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার আরেকটি আইসিসির ট্রফি ঘরে তুলল ভারত। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে তারা। আর কোনো দল এতবার এই শিরোপা জিততে পারেনি।

তাদের পরে সর্বোচ্চ ২ বার জিতেছে অস্ট্রেলিয়া। ২০১৩ সালের আগে প্রথমবার ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

 


 

চ্যাম্পিয়ন হয়ে যেন প্রতিশোধও নিল ভারত। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের কাছেই ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সঙ্গে সর্বশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত।

আজ যেন সবকিছুর হিসাব চুকে দিল। দুবাইয়ে ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার শুবমান গিল ও রোহিত। বিশেষ করে রোহিত।

 

সতীর্থ গিলকে ননস্ট্রাইক প্রান্তে দাঁড় করিয়ে পেশির জোর দেখানো শুরু করেন রোহিত। ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলাদের ওপর ছড়ি ঘোড়ান তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সঙ্গীকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন। ৩১ রানে গিল বিদায়ের পরেই অবশ্য ধাক্কা খেয়েছিল ভারত।

বিনা উইকেটে ১০৫ রান করা দলটিই যে একসময় ১২২ রানে ৩ উইকেট হারায়। এ সময় আউট হন রোহিত নিজেও। ড্রেসিংরুমে ফেরার আগে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ৭৬ রানের দুর্দান্ত ইনিংস। মাঝে ১ রানে বিদায় নেন বিরাট কোহলি।


 

টপ অর্ডার ফিরলেও ম্যাচে দাঁড়িয়ে যান শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ছন্দটাই আজ দেখান তিনি। প্রতিপক্ষের বিপক্ষে আজকের আগে ৮ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে ছয়টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে দুটি সেঞ্চুরিও আছে তার। আজও ৪৮ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়ার পথে তাকে যোগ্য সঙ্গ দেন ২৯ রান করা অক্ষর প্যাটেল।

তবে দ্রুতই দুজন বিদায় নিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। সেই উত্তেজনায় অবশ্য জ ঢেলে দেন ম্যাচ শেষ করে মাঠ ছাড়া লোকেশ রাহুল। ৩৪ রানে অপরাজিত থেকে ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। এতে ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় ভারত।

এর আগে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটিতে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬৩ রান করা মিচেলের বিপরীতে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন