মাহে রমজান ও বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

রোজাদার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব কাজ পরিত্যাগ করা, যা তার জন্য অন্য মাসগুলোতে হালাল ছিল এবং রমজানেও হালাল। এসব কাজ এ জন্য পরিত্যাগ করা যে আল্লাহ তাআলা রোজা অবস্থায় এই কাজগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তাই যেসব মন্দ কাজ আল্লাহ তাআলা সব সময়ের জন্য নিষিদ্ধ করেছেন যেমন—মিথ্যা, প্রতারণা, খেয়ানত, আত্মসাৎ, গিবত, সুদ, জুয়া, ঝগড়া-বিবাদ, হারাম খাদ্য গ্রহণ, নামাজ না পড়া, সিনেমা-টিভি দেখা ইত্যাদি পরিহার করা অপরিহার্য।

শনিবার (৮ মার্চ) রাজধানী ঢাকার বিজয়নগর হোটেল ওরনেট সেমিনার হলরুমে “রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় ও বিশ্ব নারী দিবস ২০২৫" উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে যৌথ ভাবে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি। 

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোটের বিচারপতি শিকদার মকবুল হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম, অধ্যাপক ড. জাকিয়া সুলতান, দ্য টাইম অব ঢাকার সম্পাদক ও প্রকাশক আল বারু মুস্তাকিন নিবিড়, স্বপ্নীল ফাউন্ডেশনের চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু।

অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ এডিটরস ফোরাম মহাসচিব ও ডেইলি প্রেজেক্ট টাইম পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের মহাসচিব মোঃ মোক্তার হোসেন, যুগ্ম-মহাসচিব রফিকুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় ও বিশ্ব নারী দিবস ২০২৫ এর উপর গুরুত্ আরোপ করে বলেন, "পবিত্র রমজান মাস জীবন পরিবর্তনের সুবর্ণ সুযোগ রেখেছেন মহান আল্লাহ। নিজেকে পরিশুদ্ধ করতে রমজানের শিষ্টাচারগুলো যথাযথভাবে পালন করা প্রয়োজন। রমজানের পবিত্রতা রক্ষায় তা দারুণ সহায়ক হয় এবং রোজার ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে পরিপূর্ণ ফজিলত ও সওয়াব লাভের মাধ্যম হিসেবে কাজ করে। রোজা রাখার মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তার মনোনীত ধর্ম ইসলামে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। প্রবৃত্তির অনুসরণ ও শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাদেরকে। এবং নারীমুক্তি, নারীর সমমর্যাদা, সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি খুন, ধর্ষণ, নিপীড়ন বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদান রাখার জন্য বিশ্ব নারী দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

সবশেষে, দোয়া মাহফিল ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন