বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ মিস করলো অ্যাতলেতিকো

gbn

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ লা লিগায় এতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কি না সন্দেহ। তিন শীর্ষ দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। ৫৭ পয়েন্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। ৫৬ পয়েন্ট অ্যাতলেতিকো মাদ্রিদের।

তবে, অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য দুর্ভাগ্য। রোববার রাতে তারা সুযোগ পেয়েছিলো বার্সেলোনাকে পেছনে ফেলার; কিন্তু জিরোনার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। এই হারের ফলে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগটা হারিয়ে ফেললো তারা।

 

গত সপ্তাহের মাঝপথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো অ্যাতলেতিকো। ওই ম্যাচেও রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিলো তারা। অর্থ্যাৎ এ নিয়ে টানা ২ ম্যাচ হারতে হলো আলভারেজ-গ্রিজম্যানদের।

অ্যাতলেতিকোর হারের ফলেই বোঝা যাচ্ছে, ম্যাচটিতে কঠিন লড়াই হয়েছে। আক্ষরিক অর্থেই হয়েছে। প্রথমার্ধে তো বটেই, দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যন্ত কেউ কোনো গোলই করতে পারছিলো না। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ। জিরোনার এক ডিফেন্ডার হ্যান্ডবল করেছিল কি না, লম্বা সময় ধরে ভিএআর রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

 

৮৮তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যানজেল কোরেয়া। তখনই জিরোনাকে সমতায় ফেরান মাউরো আরামবারি। ইনজুরি সময়ে এসে (৯০+২ মিনিটে) অ্যাতলেতিকোকে স্তব্দ করে দিয়ে দ্বিতীয় গোল করে বসেন আরামবারি। ২-১ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে আর সমতায় ফেরারও সুযোগ পায়নি তারা। ফলে পরাজয় মেনেই মাঠ ছাড়তে হলো অ্যাতলেতিকোকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন