বিগ বেনে উঠে ওড়ালেন ফিলিস্তিনের পতাকা, ১৬ ঘণ্টা পর নেমেই গ্রেফতার

gbn

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। টাওয়ারটিতে ১৬ ঘণ্টা অবস্থান করার পরপরই তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

খালি পায়ে ও কালো পোশাকে থাকা ওই ব্যক্তি টাওয়ারের পাশে অনিশ্চিত অবস্থায় ঝুলে ছিলেন। ফায়ার ব্রিগেডের সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে নিচে নামান।

 

স্থানীয় সময় শনিবার (৮ মার্চ) এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি বিগ বেনের চূড়া অবধি উঠতে পারেননি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেন, আমরা ফায়ার ব্রিগেডসহ অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করেছি এবং বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করেছি। যাতে এ ঘটনার যত দ্রুত সম্ভব ইতি টানা যায়, জীবনের ঝুঁকি কমিয়ে আনা যায়।

 

জরুরি উদ্ধারকারী বিভাগের কর্মীরা একটি ক্রেন নিয়ে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান এবং তার সঙ্গে কথা বলেন। পরে তিনি নেমে আসেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, এলিজাবেথ টাওয়ারের এ ঘটনার বিষয়ে গতকাল গ্রিনিচ মান সময় ৭টা ২৪ মিনিটের দিকে জানতে পারেন তারা।

রোববার দেওয়া বিবৃতিতে লন্ডন পুলিশ জানায়, ওই ব্যক্তি সেখানে উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন। ফিলিস্তিনকে মুক্ত করো (ফ্রি প্যালেস্টাইন) স্লোগান দিয়েছেন। দীর্ঘক্ষণ সেখানে অবস্থান শেষে নেমে আসার পর তাকে গ্রেফতার করা হয়।

 

স্কাই নিউজের প্রতিবেদনের তথ্য, শনিবার সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলো।

 

ঘটনাটি দেখতে পার্লামেন্ট স্কোয়ারের নিচে বহু মানুষ জড়ো হয়, আর নিরাপত্তাজনিত কারণে ওয়েস্টমিনস্টার ব্রিজের উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর রাস্তাগুলো খুলে দেওয়া হয়।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন