চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রোহিত-কোহলিরা

gbn

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। গতকাল রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার দল।

ট্রফি জিতে বড় অংকের প্রাইজমানি পাচ্ছে ভারত। ক্রিকেটভক্তদের মধ্যে টাকার অংক জানার আগ্রহও আছে প্রবল।

 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ৬৯ লাখ ইউএস ডলার, বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৮০ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই তা জানিয়ে দেয় বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি জানায়, এবারের আসরে প্রত্যেক দলই কিছু না কিছু অর্থ পাবে। অর্থাৎ কেউ খালি হাতে ফিরবে না।

 

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরইমধ্যে প্রতিটি দলকেই ১ লাখ ২৫ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা) করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য ৩৪ হাজার ডলার (বাংলাদেশি ৪১ লাখ ২৮ হাজার টাকা) করে দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের পকেটে এ অর্থ ডুকেছে রোববার। পাশাপাশি রোহিত শর্মার দল গ্রুপের সবগুলো ম্যাচ (৩টি) জেতার কারণে বাড়তি অর্থও পাবে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের প্রাপ্য প্রাইজমানি হবে ২৪ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।

 

রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় কিউইদের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে মোট ১৩ লাখ ১০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা)।

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন