টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

gbn

টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

 


 

স্থানীয় ও সরকারী সূত্র জানায়, বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানার হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গতকাল শ্রমিকরা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে রাখেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ করলেও তাঁরা কাজ করেনি।

এরপর কর্তৃপক্ষ অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। আজ মঙ্গলবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

 


 

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

সকাল সোয়া ১০টায় এই রিপোর্ট লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিক ও মালিকদের সাথে সমঝোতার চেষ্টা করছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন