বিয়ানীবাজারে জিয়া মঞ্চের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত দেশে এখনো অরাজকতা বিরাজ করছে। খুণ-শিশু ধর্ষণ ভয়াবহ রুপ নিয়েছে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আর নানা অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে।
 

তিনি মঙ্গলবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া মঞ্চ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

 

বিয়ানীবাজার উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাহেদ আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুক্তা, সহ-সভাপতি আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।
 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজাল আহমদ, মুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, বিয়ানীবাজার পৌর জাসাসের সদস্য সচিব মনসুর হাল্লাজ ও বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন