সিলেটে বন্যায় ভেসে গিয়েছিল যুবক, ২ বছর পর বান্দরবানে খোঁজ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

গত দুই বছর আগে সিলেটের কানাইঘাট শ্রীপুর থেকে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন সন্তান আশিকুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বান্দরবান থেকে খুঁজে পেলেন তার মা।

 

 

 

সোমবার (১০ মার্চ) সকালে সামাজিক গণ্যমান্য  ব্যক্তিদের উপস্থিতিতে বান্দরবান রাজামাঠ এলাকায় তার পরিবারের কাছে হস্থান্তর করা হয় তাকে।

 

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছর আগে সিলেটের কানাইঘাট উপজেলা শ্রীপুর এলাকা থেকে বাজারে যাওয়ার পর হারিয়ে যায় আশিকুর রহমান। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন দরগা-মাজারসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। গত বছর বন্যায় ভেসে গেছেন বলে ধারণা করেছিলেন তার পরিবারের লোক জন। তবে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ভিডিও দেখেন তার মা ও পরিবারের লোকজন। পরে ওই কন্টেন ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করে আজ (সোমবার) বান্দরবান পৌঁছে ছেলেকে বুঝেনেন তার মা মরিয়ম বেগম।

 

 

বান্দরবানের কন্টেট ক্রিয়েটর উম্মে হুমায়রা বলেন, মার্চ মাসের তিন তারিখে বালাঘাটা থেকে তিন নাম্বার (থানচি বাস স্টেশন) ব্যক্তিগত কাজে গিয়ে দেখতে পাই ভারসাম্যহীন আশিকুর রহমান ড্রেন থেকে ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে। দেখে তার কাছে গিয়ে ময়লা খাবারটি কেড়ে নিয়ে ভালো শুকনা খাবার দেন। এরপর নাম ও ঠিকানা জেনে নিয়ে তিনদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করার পর আশিকুর রহমানের পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে। রোববার বিকেলে সিলেট থেকে রওনা দিয়ে সোমবার সকালে বান্দরবানে পৌঁছায়। আশিকুর রহমানকে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে তার মায়ের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। এসময় তিনি যুব সমাজের কাছে আহ্বান জানিয়ে বলেন, এরকম মানসিক ভারসাম্যহীন মানুষ কোথাও দেখা পেলে সহানুভূতির সঙ্গে দেখে সহযোগিতা করলে সেই ভারসাম্যহীন লোকের পরিবারের সদস্যরা হয়তো পরিবারের কাছে ফিরতে পারবে। তখন কেউ ফিরে পাবে তার সন্তানকে ও কেউ ফিরে পাবে তার বাবা-মাকে।

 

 

মরিয়ম বেগম বলেন, তার তিন ছেলে এক মেয়ে তার মধ্যে আশিকুর মেজো। দুই বছর আগে হারিয়ে যাওয়ার পর কতো দরগা, মাজারে খুঁজেছিলেন তার প্রিয় সন্তানকে কিন্ত কোথাও না পেয়ে একরকম ছেলেকে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন।

 

গত বছরের বন্যায় ভেসে গিয়ে তার ছেলে আশিকুর রহমান হয়তো মারা গেছেন বলে মনে করেছিলেন। কিন্তু দু’দিন আগে (শনিবারে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একজনের ভিডিওর মাধ্যমে জানতে পারেন তার ছেলে বান্দরবানে বেঁচে আছে। তখনই বান্দরবানের কন্টেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রার সঙ্গে যোগাযোগ করে রোববার বিকেলে পরিবারের চার সদস্য নিয়ে সিলেট থেকে এসে সোমবার সকালে বান্দরবানে পৌঁছে উম্মে হুমায়রার সঙ্গে দেখা করে ছেলে আশিকুর রহমানকে বুঝে পেয়েছেন।

 

 

হারানো সন্তান ফিরে পেয়ে মরিয়ম বেগম আবেগে আপ্লুত হয়ে বলেন, একজন ইসলাম ধর্মাবলম্বী হজ্ব করে যেরকম আনন্দে খুশি হয়ে থাকেন। তিনিও তার হারানো ছেলে ফিরে পেয়ে অনুরুপ সেই রকম খুশি হয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন