কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত মার্কিন পণ্যের আমদানিতে আরোপ করা শুল্ক কমাতে রাজি হয়েছে। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, তারা আমেরিকান পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি।
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প বিশ্ব বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছেন। মিত্র ও প্রতিপক্ষ উভয় দেশের বিরুদ্ধে তিনি কঠোর শুল্ক নীতি গ্রহণ করছেন। ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছেন যে, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য বাণিজ্য চুক্তি করছে এবং তিনি আগামী মাস থেকে বেশকিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে ভারতও রয়েছে।
গত সপ্তাহে ভারতকে আবারও কড়া ভাষায় আক্রমণ করে ট্রাম্প বলেন, ভারতে কিছু বিক্রি করা যায় না, তারা আমদানির ক্ষেত্রে প্রায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তারা (ভারত) এখন শুল্ক ব্যাপকভাবে কমাতে চায়, কারণ অবশেষে কেউ তাদের কার্যকলাপ উন্মোচিত করছে।
তবে ভারত সরকার ট্রাম্পের এই বক্তব্যের সত্যতা অস্বীকার করেছে। মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে যে, আমদানি শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারত সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বিষয়টি সামনে আনছেন।
ভারতের বাণিজ্য সচিব সুনীল ভার্থওয়াল জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি পারস্পরিক সুবিধাজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে। তিনি বলেন, শুল্ক হ্রাসের তাৎক্ষণিক সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি বাণিজ্য সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে ওেই সফরে উল্লেখযোগ্য কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী।
তবে মোদী জানান, বিশ্বের বৃহত্তম ও পঞ্চম বৃহত্তম অর্থনীতি পারস্পরিক লাভজনক একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে, যা খুব শিগগিরই চূড়ান্ত হবে।
যুক্তরাষ্ট্র ভারতের তথ্য প্রযুক্তি ও পরিষেবা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে ভারত যুক্তরাষ্ট্র থেকে কয়েকশো কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনেছে।
চলতি বছরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত সফর করতে পারেন। তিনি অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত কোয়াডের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন