হুসনা খান হাসি ||
------------------------------------------
রঙিন ঝরা পাতার আড়ালে লুকায়,
সোহানদের মুখোশ, ছদ্মবেশের মায়।
নরম হাসির খোলসে চাপা নিষ্ঠুরতা,
শব্দহীন যন্ত্রণায় ভাঙে মানবতা।
তারা কথা বলে মিষ্টি, দেয় প্রতিশ্রুতি,
ভিতরে গোপন খেলা, ক্ষমতার গতি।
আলোয় দাঁড়িয়ে ছায়ার মতন,
পিছনে ছুরি, সামনে ভদ্রজন।
কিন্তু সময় থামে না, সত্য ফোটে,
অমানবিক আচরণ একদিন রোশনে ওঠে।
নিরব প্রতিধ্বনি, চাপা কান্নার দল,
একদিন মুখ খুলে, ঝরে যায় ছল।
যখন উন্মোচিত হবে তাদের মুখোশ,
ভিতরটা ধসে যাবে, জ্বলে উঠবে রোষ।
তখন কি সোহানরা ক্ষমা চাইবে?
নাকি দম্ভের ছায়ায় মুখ লুকাবে?
ক্ষমা কি আসবে সত্যের বুকে?
নাকি গৌরব হারিয়ে পড়বে দুঃখে?
সময় বলবে, প্রতিধ্বনি শোনাবে,
বিচারের দাবিতে কণ্ঠ উঠবে।
সোহানরা কি পারবে লজ্জায় মাথা নত করতে?
নাকি মুখোশের আড়ালে আবার হারিয়ে যেতে?
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন