জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

gbn

 সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হিফজুল কোরআন শিক্ষার্থীদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

প্রতিযোগিতায় অর্ধশতাধিক হিফজুল কোরআন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন, জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফিজ আব্দুর রহিম এবং বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও সাবেক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আবিদ হাসান, দ্বিতীয় স্থান আরিফুল হাসান এবং তৃতীয় স্থান জোবায়ের আহমদ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক জামালগঞ্জ প্রতিনিধি মো. শাহীন আলম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সহ-সভাপতি ও ফালগুনী টিভির জেলা প্রতিনিধি সাইফ উল্লাহ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ন সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ ও দপ্তর সম্পাদক এনামুল হক প্রমুখ।

জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ আব্দুর রহিম বলেন, "রমজান মাসে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই এবং বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও শুভসংঘের সব শুভ কাজে পাশে থাকব। ইনশাআল্লাহ।"

বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, "বসুন্ধরা শুভসংঘ প্রতি বছর জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। এবার প্রথমবারের মতো জামালগঞ্জে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।"

বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন ধর্মীয় শিক্ষা ও কোরআনপ্রেমী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন