মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ১২ মার্চ সকালে জেলা ইপিআইভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন  ডা. মামুন আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন। তিনি ১৫ মার্চ শনিবার মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আহবান জানান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুমন চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি রুহুল আমিন, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয় জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার  ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন