মুহম্মদ আজিজুল হকচীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত |
-------------------------
একটি পাখি কেন যে ডাকতো সারারাত
দোতলার কার্নিশে বসে!
অবিরাম অবিশ্রান্তভাবে ডাকতো সে।
আমার তখন ছেলেবেলা।
মা বোলতেন, ওটা সরল পাখি
রাতভর স্রষ্টাকে ডাকে ও।
আমি ভাবতাম, স্রষ্টাকে ও কেন ডাকে!
তাঁকে ও দেখতে পায় নাকি?
ঐ বিরামহীন ডাকাডাকি, গলা ভাঙ্গে না ওর?
তবু পাখি ডেকেই চলতো মাতালের মতো ক্লান্তিহীন।
কেউকে ভালোবেসে ডেকে
হয়তো ক্লান্ত হয় না কখনো কেউ;
যত ডাকে তত জাগে সাধ আরো ডাকার।
যেমনি কোরে মজনু ডাকতো লায়লীরে তার;
যেমনি কোরে রাধা ডাকতো কেষ্টরে।
হয়তো ঐ পাখিটির মতো সরবে নয়,
ডাকতো মনে মনে অবিরত।
সেই সরল পাখি আজ বেদনা হয়ে মনে আসে;
তার ডাক আজো যেন কানে ভাসে।
হায় রে পাখি, অমন কোরে কেউকেই
কেউ ভালোবেসে ডাকে না আর।
না মানুষকে, না স্রষ্টাকে তার।
আজ কোনো প্রেম নেই এ পৃ্থিবীতে
নেই কোনো ভালোবাসা।
আছে শুধু যৌনতা; আছে অশ্লীলতা।
আজকাল আর সরল পাখি ডাকে না।
আজকাল আর সরল পাখি কোথাও ডাকে না!
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন