মৌলভীবাজারে পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা প্রশিক্ষণ

gbn

পেশাজীবি গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসক হলরুমে বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মু. হাবিবুর রহমান এর সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসাবে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। নিধারিত স্থান ছাড়া গাড়ি থামানু যাবে না। নিধারিত গতি সীমা না মেনে গাড়ি চালানো যাবে না। অভারটেকিংটা সর্তকতার সহিত করতে হবে। কোনভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্য। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোন অদক্ষ্য চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না।

পেশাগত ড্রাইভাররা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ডাইভিং লাইসেন্স নিতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. মুরাদে আলম ও পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমাসহ চালকরা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণে প্রায় ২০০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন