শ্রীমঙ্গলে ক্বিরআত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

gbn

শ্রীমঙ্গল প্রতিনিধি //

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘উপজেলা ভিত্তিক ক্বিরআত প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন সম্পন্ন করেছে শ্রীমঙ্গল পৌরসভা।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে দুপুরে পুরস্কার বিরতণ করা হয়।

 

 

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরে সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ক্বারী মাওলানা হিলাল আহমদ, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীমঙ্গল ফিল্ড সুপারভাইজার আব্দুল বারী, সাংবাদিক আনোয়ার হোসেন জসিম ও আব্দুস শুকুর, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুর রব, মো. মোজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-প্রতিনিধিগন।

 

প্রতিযোগিতা শেষে ক, খ, গ এবং হিফজ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে নগদ তিন হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দুই হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে এক হাজার টাকা নগদ পুরস্কার হিসেবে হাতে তুলে  দেয়া হয়। এছাড়া বিজয়ী চার শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ টাকা উপহার দেয়া হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞ ৬ জন হাফেজ, আলেম ক্বারী বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন