হুসনা খান হাসি ||
----------------------------------
মাথা উঁচু করে দাঁড়াও তুমি,
আকাশ ছুঁবে একদিন ভূমি।
শক্তি, সাহস, আলো হাতে,
নারী-কন্যা, হেঁটো পথে।
মাথা উঁচু করে দাঁড়াও তুমি,
ঝড় আসুক, থাকো ভূমি।
স্বপ্ন গড়ে শক্তি হাতে,
হার মানবে অন্ধ রাতেও।
নদীর মতো এগিয়ে চলো,
আপন স্রোতে গান তোলো।
যতই আঁধার ঘিরে আসুক,
তোমার আলো পথ দেখাবে।
গর্ব নিয়ে বাঁচো জগতে,
ভয়কে রেখো পায়ের তলে।
নারী-কন্যা তোমার তেজে,
নতুন ভোরের সূর্য জ্বলে।
হৃদয় জুড়ে আগুন রাখো,
ভাঙবে যত শৃঙ্খল বাঁধা।
নিজের শিখায় নিজেই জ্বলো,
তবেই বদলাবে এই পৃথিবীটা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন