ডেস্ক নিউজ ।।
আলোচিত ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর নতুন সিজন প্রস্তুত। সিরিজে নাসির উদ্দিন খানের সঙ্গে আবারও দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। আজ (১৪ মার্চ) সিরিজের নতুন মৌসুম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’। এই সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। শেষ দৃশ্যে মুখঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। ওই ব্যক্তি কেন স্বপনকে খুঁজছিল? এমন কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল সিরিজের ওই সিজন। নতুন সিজনে সেসব প্রশ্নের জবাব পাওয়া যাবে। ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন-২ মুক্তির ঘোষণা দিয়েছে চরকি। পবিত্র ঈদুর ফিতরে নতুন সিজন উপভোগ করতে পারবেন দর্শক।
ঘোষণার ভিডিওতে চট্টগ্রামের ভাষায় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়?’ এর পরই মুখ খোলে অ্যালেন স্বপন। বলে, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’ সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এই পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।
চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে এগিয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর, বদলাতে পারে কাজের ধরনও। ‘অ্যালেন স্বপন’ চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। নতুন সিজন প্রসঙ্গে তার ভাষ্য, ‘অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।’
চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর একদম শেষভাগে সবার সামনে আসে অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। যথারীতি তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি। শিহাব শাহীন বলেন, “মাইশেলফ অ্যালেন স্বপন-২’ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না। প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি, তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।”
‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির প্রথম সিজন ছিল বেশ আলোচিত। ২০২৩ সালে মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র ১শ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে ‘অ্যালেন স্বপন’। চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এ ডেটাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অ্যালেন স্বপনকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। তাদের এই ভালোবাসাই আমাদের নতুন সিজন নির্মাণে অনুপ্রাণিত করে। অ্যালেন স্বপন-২-এ দর্শকরা যেন নতুন কিছু পায় এবং তাদের প্রত্যাশা যেন পূরণ হয়, সেভাবেই কাজ হয়েছে। গল্প ও চরিত্রায়নে থাকছে চমক। আমার বিশ্বাস নতুন সিজনে দর্শকরা তাদের প্রিয় সিরিজ-চরিত্রকে দুর্দান্তভাবে পাবে।’
প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন বেশ কজন নতুন অভিনয়শিল্পীও। উল্লেখ্য, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ ও শিল্পীদের দারুণ অভিনয়ের কারণে চরিত্রটি দর্শকপ্রিয়তা পায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন