সাতক্ষীরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত,৫দিনব্যাপি কর্মসূচি

gbn

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সাতক্ষীরা নিরিবিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, ডা. মনিরুজ্জামান মনি, আখতারুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৫দিনব্যাপি জেলার বিভিন্ন উপজেলা সফরের কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচি অনুযায়ী ১৬ মার্চ বেলা ১১টায় দেবহাটা উপজেলা ও বেলা ২টায় আশাশুনি উপজেলা, ১৭ মার্চ বেলা ১১টা কলারোয়া উপজেলা ও বেলা ২টায় তালা উপজেলা, ১৮ মার্চ বেলা ১১টায় শ্যামনগর উপজেলা ও বেলা ২টায় কালিগঞ্জ উপজেলা, ২২ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভা এবং ২৩ মার্চ বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ##

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন