সিলেটে হামজাকে এসকর্ট দেবে পুলিশ, আসছে বাফুফের টিম

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। আগামী সোমবার (১৭ মার্চ) তার সিলেট সফর ঘিরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  ইতোমধ্যেই মহানগর পুলিশের ছয়টি থানায় নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।


আজ শনিবার রাত আটটার দিকে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 


এসএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা  বলেন, ইতোমধ্যেই আমরা বাফুফে থেকে চিঠি পেয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, সিলেটে বিমানবন্দরে অবতরণের পর থেকে হামজা চৌধুরীকে এসকর্ট দেবে পুলিশ। তার নিরাপত্তায় যা কিছু দরকার তা করা হবে।

এদিকে, হামজা চৌধুরীকে বিমানবন্দরে স্বাগত জানাতে ঢাকা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি টিম আসছে সিলেটে। আগামীকাল রোববার তাদের সিলেটে আসার কথা। সিলেটে এসে বাফুফের এ টিম পুলিশসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবে।

 

জানা গেছে, ১৭ মার্চ সোমবার সিলেটে অবতরণ করবেন হামজা চৌধুরী। সিলেট থেকে তিনি সড়কপথে যাবেন  তার পৈতৃক নিবাস হবিগঞ্জ। হামজা ১৭ মার্চ সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিডে খেলা এই ফুটবলারের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন