মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

gbn

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার 

মৌলভীবাজারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার ১৫ মার্চ সকালে পৌর মিলনায়তন কক্ষে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

মৌলভীবাজার পৌর প্রশাসক বুলবুল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন।

 

 

বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন ডা: মামুনুর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
 

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা: মামুনুর রহমান বলেন, মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করতে ৬ থেকে ১১ মাস বয়সের ২৭ হাজার ৫৯০ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ২০ হাজার ৮৭৫ জন শিশুকে ১ হাজার  ৬৮৮ টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানো হবে। যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে।

 


তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন