প্রভু, ভালোবেসে প্রতিপালন করো, কখনো প্রতিহিংসার আগুনে পুড়তে দিও না। মনটাকে সত্যের সঙ্গে সম্পৃক্ত করো।
রাজু আহমেদ, প্রাবন্ধিক।
দয়াময় আল্লাহ, মানুষ রেখো। চিন্তায়, কাজে, কথায় যেন মানুষের প্রতিফলন থাকে। যেদিন তা থাকবে না, সেদিন তুলে নিও— প্রিয় অবস্থাতেই নিও, তোমার অপছন্দের করে নয়। তোমার রহমতের দৃষ্টি আমার দিকে রেখো, পরওয়ার।
মানুষের উপকারে আসতে না পারি, অন্তত কারও ক্ষতির কারণ যেন না হই। কাউকে খুশি করতে না পারি, তবে কারও চোখের পানির দায় যেন আমার না থাকে। যদি কেউ দোয়ায় না রাখে, তবু যেন কারও অভিশাপে জড়াতে না হয়। প্রভু, এ ফরিয়াদ ফিরিয়ে দিও না।
মানুষ যেন আড়ালে-আবডালেও আমাকে মানুষ বলে— এমন জীবন দিও। ন্যায়ের পথে চলতে সাহস দিও, সত্য বলতে বিবেক দিও। প্রতিটি পরীক্ষায় ধৈর্যসহ উত্তীর্ণ হওয়ার শক্তি দিও। তোমার রাজি-খুশিকে অগ্রাধিকার দিতে পারি— পথ সহজ করে দিও।
প্রিয়জনদের বিশ্বাস ধরে রাখতে ও প্রতিশ্রুতি পূরণে সামর্থ্য দিও। কারও অধিকার নষ্ট যেন না করি, অন্যের হক নষ্টের আগেই আমাকে ফিরিয়ে রেখো। ভুল করলেও ক্ষমা করো, বিনয় শেখাও। যাদের প্রতি তুমি রাজি-খুশি, তাদের সান্নিধ্য দিও।
লোকে ধোঁকা দিলেও সহ্য করার শক্তি দিও। জীবনকে কঠিন করে দিও না, বরং জ্ঞান, বিবেক ও রহমতে পরিপূর্ণ করো। মানুষের দোয়ায় থাকি, অন্যের উপকারে আসি এবং তাতে যেন সন্তুষ্ট থাকতে পারি। অহংকার ও দাম্ভিকতা থেকে বাঁচিয়ে রেখো।
প্রভু, ভালোবেসে প্রতিপালন করো, কখনো প্রতিহিংসার আগুনে পুড়তে দিও না। মনটাকে সত্যের সঙ্গে সম্পৃক্ত করো।
আমিন, ইয়া রহমানুর রহিম। ইয়া রহমাতুল্লিল আলামিন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন