আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার পর যে সিদ্ধান্ত নিলেন গৌরী

gbn

বলিউড পারফেকশনিস্ট আমির খান নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও ফটো সাংবাদিকদের সঙ্গে এখনো ততটা পরিচিত হতে পারেননি তার নতুন প্রেমিকা। তবে সব কিছু শিখিয়ে-পড়িয়ে নেবেন বলেই জানিয়েছেন আমির খান।

প্রেমিকা গৌরীর কথা ১৩ মার্চ প্রকাশ্যে ঘোষণা করতেই নেটজুড়ে এ রহস্যময়ীর সন্ধান করছেন আমিরের অনুরাগীরা। আসলে গৌরীর সঙ্গে আলাপ করালেও তার ছবি তুলতে মানা করেন আমির। কথা রেখেছেন আলোকচিত্রীরাও। দ্রুত প্রচারের আলোয় আসতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন আমিরের প্রেমিকা।

 

গতকাল (১৪ মার্চ) অভিনেতার জন্মদিন। সেই মতো বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সাদা আলো গাছে বিভিন্ন রকমের সজ্জা দিয়ে সাজানো, কেক থেকে খাওয়াদাওয়া সব কিছুর আয়োজন করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। তারপর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিলেন।

 

 

নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন আমির। তার প্রেমিকাও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান। সেই কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন গৌরী!

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন