হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

gbn

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসিসহ সচেতন মহল। একই সঙ্গে তারা কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

রবিবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্তরে এ বিক্ষোভ সমাবেশ হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারও মানুষ অংশ নেন। আর এতে করে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার মান শিক্ষাসংক্রান্ত বিষয় দিয়ে বিচার করতে হয়। পরিবেশ আছে কি-না, পড়াশোনা হচ্ছে কি-না, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কী, এগুলো দিয়ে শিক্ষার মান বিচার করতে হয়। এখানে অবকাঠামো মুখ্য বিষয় নয়। শুধু অবকাঠামোর অজুহাতে মানহীন ট্যাগ লাগানো মোটেই সমীচীন নয়। সারা দেশে চিকিৎসাব্যবস্থা এমনিতেই নাজুক। পারলে একটি মেডিকেল কলেজ বা ভালো মানের হাসপাতাল তৈরি করুন। একটি রানিং মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারেন না।
 

বক্তরা বলেন, হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বাস। এসব মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যদি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয় তবে রেলপথসহ সকল রাস্তা অবরোধ করবো। সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।

তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনও চক্রান্ত করছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে তারা মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
 

 

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন