গ্রিন কার্ড থাকলেও অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

gbn

-মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃ

গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকতে পারবেন না অভিবাসীরা। এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফেব্রুয়ারিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হবে।ফক্স নিউজ়ে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘‘এক জন গ্রিন কার্ডধারীর আমাদের দেশে অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকার নেই।’’ফেব্রুয়ারিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, অভিবাসন নীতিতে বড় পরিবর্তন হবে। এবার মার্কিন নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশের  মুদ্রায় প্রায় সাড়ে ৬১কোটি টাকা)। আর ওই টাকা দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’, যা মার্কিন নাগরিকত্বের প্রমাণ। কিন্তু এবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের মন্তব্যে নতুন বিভ্রান্তি তৈরি হয়েছে। আর ভারতীয়দের চিন্তা বাড়ালেন।এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘গ্রিন কার্ড, যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয়, এটি সহ বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। কিন্তু এটির মানে স্থায়ী বসবাস অর্থাৎ আজীবন নিরাপত্তা নয়। যাঁদের গ্রিন কার্ড রয়েছে, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনির্দিষ্টকালীন অধিকার নেই।’
ভ্যান্স বলেন, ‘এটি বাকস্বাধীনতা নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়।' সেইসঙ্গে তিনি বলেন, 'যদি সেক্রেটারি অফ স্টেট এবং প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন যে এই ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উচিত নয় এবং তাদের এখানে থাকার কোনও আইনি অধিকার নেই।' ভ্যান্সের এই বক্তব্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতারের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। মাহমুদ খলিলের গ্রিন কার্ড রয়েছে। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় তাঁকে আটক করা হয়েছিল।দ্বিতীয় বার আমেরিকায় ক্ষমতায় এসেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুধু তা-ই নয়, আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন বদল নিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ট্রাম্প। সেই আবহেই আমেরিকার অভিবাসন নীতিতে বড় বদলের ভাবনাচিন্তা শুরু করেছে তাঁর প্রশাসন।ট্রাম্পের কথায়, ‘‘আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা আমেরিকায় নাগরিকত্বের নতুন পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এখানে এসে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন, সেই সঙ্গে কর্মসংস্থানও তৈরি করবেন। এ দেশে এসে তাঁরা সফল হবেন।’’উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসনের একাংশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন