বিশেষ প্রতিনিধি :ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী। মঙ্গলবার তিনি এমনটি জানান। গত ২৭ নভেম্বর রাজধানী তেহরানের কাছে ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে হত্যা করে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ দাবি করেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে একটি টুইট বার্তায় সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ যে কোনও নেতিবাচক ঘটনার জন্য সৌদিকে দোষারোপ করতে মরিয়া হয়ে থাকে। সে কি পরবর্তী বন্যা অথবা ভূমিকম্পের জন্যও আমাদের দোষারোপ করবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়া সৌদি আরবের নীতি নয়। এই হত্যাকাণ্ডের আগে ইসরাইলি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয় যে গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঐ বৈঠকে উপস্থিত ছিলেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসেফ মেইর কোহেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে এই বৈঠকের কথা অস্বীকার করেছে রিয়াদ। এদিকে একজন মার্কিন কর্মকর্তার এবং দুজন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফাখরিজাদেকে হত্যা করেছে ইসরাইল। যদিও এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে ইসরাইল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন