বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন নওশাবা

gbn

প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এখন থেকে বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণে আরও নিবিড়ভাবে কাজ করবেন এই অভিনেত্রী।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ডলাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন নওশাবা। গতকাল (১৮ মার্চ) সংস্থাটির ফেসবুক পেজে ঘোষণাটি দেওয়া হয়। সেখানে জানানো হয়, অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ সংস্থাটির সঙ্গে যুক্ত হয়েছেন। প্রাণিকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে কাজী নওশাবার সংবেদনশীলতা সকলেরই জানা। তার হাত ধরে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার ইতিবাচক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে সংস্থাটি।

 

প্রাতিষ্ঠানিক এই সম্পৃক্ততা প্রসঙ্গে কাজী নওশাবা জাগো নিউজকে বলেন, ‘যে কোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনও দেখা যাচ্ছে, কত বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়। বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি। আশা করি সামনে আরও ভালো কাজ করবো।’

প্রাণী অধিকার রক্ষায় নওশাবার লক্ষ্য কী? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার ইচ্ছে পৃথিবীতে কোনো চিড়িয়াখানা থাকবে না, কোনো প্রাণকে আমরা কখনও আটকে রাখবো না। বন্যরা বনেই সুন্দর, সেটাই যেন সবাই মেনে চলে। পৃথিবীতে যে কোনো প্রাণী ও মানুষের সহাবস্থানের ব্যাপারটা যেন আমরা সব সময় মনে রাখি, সেই বার্তাটা সর্বত্র ছড়িয়ে দেওয়াই হবে আমার লক্ষ্য। পৃথিবীটা সকলের, সেই সচেতনতার কথাই আরও জোড়ালোভাবে বলে যাব।’

 

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যুক্ত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সর্বশেষ মঞ্চে তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকে কাজ করছেন তিনি। নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় দেখা গেছে তাকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন