হুসনা খান হাসি
=============
অন্ধকারে হারিয়ে গেলে,
আলো খুঁজো, খুঁজে পাবে,
লড়াই যদি থেমে যায়,
জীবন তবে পথ হারাবে।
ঝড়ের বুকে দাঁড়িয়ে দেখো,
আকাশ ফুঁড়ে রোদ হাসে,
তীব্র ব্যথার গভীর গহীন,
সাহস মেলে বুকের পাশে।
পথটা কঠিন, পাথর বিছানো,
তবু থামো না, সামনে চলো,
প্রতিটি ঘাম, প্রতিটি আঘাত,
তোমার গায়ে জ্বালাবে আলো।
লড়াই মানেই জয়ের আশা,
সাফল্যের গান বাজে শেষে,
অন্ধকারে আলো খুঁজে,
যারা চলে, তারাই আসে।
তাই তো বলি, ভয় পেও না,
হার না মানো, পথটা চলো,
যেখানে লড়াই, সেখানেই আলো,
সেই আলোয় জীবন ভালো!

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন