জকিগঞ্জ প্রতিনিধি:: আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে লড়তে চান বলে জানান। পৌর আওয়ামীলীগের সভাপতি শামছ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেলের পরিচালনায় সভায় প্রধান ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মজির উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার। বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.খলিল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, পৌর আওয়ামীলীগের সহসভাপতি বাবুল হুসাইন, উপজেলা কমিটির সদস্য শিহাব আহমদ দলীয় মনোনয়ন চান বলে সভায় জানানো হয়। সভায় প্রধান অতিথি বলেন, স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে দলীয় একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব না হলে আগ্রহীদের ঢাকা থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে হবে। মনোনয়ন বোর্ড যাছাই বাছাই করে একজনকে মনোনয়ন দিবে। যিনি নৌকার প্রার্থী হবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন