এসএসসি ’৯১ সিলেট বিভাগের ইফতার মাহফিল ২১ মার্চ শুক্রবার

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

এসএসসি ’৯১ সিলেট বিভাগের ইফতার মাহফিল ২১ মার্চ ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের ১৯৯১ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেটের গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট-এ এই আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

 

 

আয়োজনকে সফল করার জন্য ১৯ মার্চ ২০২৫ তারিখ রাতে এনায়েতুল বারি মুন-এর বাসায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রফিক আহমেদ শাহেদ, মুহাম্মদ কবির উদ্দিন, মঞ্জুর আহমদ, মুনজেরিন চৌধুরী, সাদ জাভেদ, টিপু ফাহিমুজ্জামান, শাহিন আহমদ সিদ্দিকী, মাহবুব লস্কর, মোহাম্মদ লাহিন উদ্দিন প্রমূখ।

 

 আলাপকালে এসএসসি’৯১ এডমিন প্যানেলের অন্যতম সদস্য জনাব রফিক আহমদ শাহেদ জানান, সিলেট বিভাগের সকল বন্ধুদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বন্ধুদের নিকট থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি আনন্দিত।

 

 

জনাব মঞ্জুর আহমদ জানান, গত কয়েকবছর থেকে বন্ধুদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে। এবছরও একটি সুন্দর ও সফল ইফতার মাহফিলের আয়োজনের তিনি প্রত্যাশা করেন। জনাব মুহাম্মদ কবির উদ্দিন অংশগ্রহকারী বন্ধুদের রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে বলেন, বন্ধুদের অর্থায়নে সংগঠনটি পরিচালিত হয় এবং উপস্থিতির সংখ্যা নির্দিষ্ট করার জন্য এবছর রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে।

 

 

আয়োজকদের নিকট থেকে জানা যায়, ইফতারের পাশাপাশি এবছর চারজন বন্ধুকে সংবর্ধনা প্রদান করা হবে। এরা হলেন-সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি পদে নবনির্বাচিত মইন উদ্দীন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সহ সভাপতি হিসেবে নবনির্বাচিত আলিমুছ ছাদাত চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে নবনিযুক্ত তাজ উদ্দীন তাজ এবং সদ্য যুক্তরাষ্ট্র থেকে আগত কাজী সাব্বির আহমদ।

 

প্রসঙ্গত, এসএসসি ’৯১ সিলেট বিভাগ সংগঠনটি বন্ধুদের নিয়ে মিলনমেলা ছাড়াও ত্রান সামগ্রী বিতরণ, আর্থিক অনুদান ইত্যাদি সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন