জিবি নিউজ ডেস্ক।।
জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার কার্যকারি কমিটির এক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল পুর্ব লন্ডনের স্তানিয় একটি পার্কে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক জামাল খালেদ ও সহ সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন এর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিক উদ্দীন মাসুক। সভার শুরুতেই জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার প্রতিষ্ঠাতা সদস্য বদরুল হক এবং সাবেক সাধারন সম্পাদক রফিক উদ্দীন এর অকাল মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহন করা হয়, এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগটনের দপ্তর সম্পাদক মৌলানা মাহমুদুল হাছান।এরপর সংগঠনের কোষাধ্যক্ষ রাসেল আহমদ জোহেল করোনা কালিন সময়ে সমিতির পক্ষ থেকে নেয়া পদক্ষেপ গুলির বিবরণ কার্যকারি কমিটিকে অবহিত করেন। এসময় সভায় উপস্তিত সংগঠনের সকল সদস্যরা বলেন, মহামারির এই ক্রান্তিকালে সমিতির পক্ষথেকে নেয়া উদ্যোগ গুলি ছিল সময় উপযোগি সিদ্ধান্ত, এবং আগামীতে এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। এসময় সভায় আরো উপস্তিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য জবরুল ইসলাম লনি, সহ সভাপতি আনোয়ার হোসেন লোকমান, সহ সভাপতি আফরুজ মিয়া, সহ সভাপতি মিজানুর রহমান সুহেল, সহ সভাপতি মনসুর আহমদ মজনু, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মনজুর আহমদ, প্রচার সম্পাদক আব্দুল সাহেদ, সম্মানিত সদস্য কয়েছ আহমদ রোহেল সহ কার্যকারী কমিটির সকল সদস্য বৃন্দ। সভার শেষে মুহুর্তে ফ্রান্সে বসবাসরত বহরগ্রামের কৃতিসন্তান কামরুল ইসলাম লন্ডনে এক সংকিপ্ত সফরে আসলে সমিতির সকলের সাথে সৌজন্য সাক্ষাত কারতে আসেলে সবাই তাকে লন্ডনে স্বাগতম জানান।সভা শেষে ঘরে রান্না করা মজাদার খাবার পরিবেশন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন