নারী উদ্যেক্তা আমিনা খুশির 'গ্ল্যামডাস্টের' শিশুদের ঈদ পোশাক বিতরণ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের শিবগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশি। খুশির অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদে নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সে জন্যই গ্লামডাস্টের এই উদ্যোগ। ‘গ্ল্যামডাস্টের' ব্যবসার লাভাংশ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য ঈদের পোশাক কেনা হয়।

 

 

শুক্রবার সিলেট শহরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় শতাধিক শিশুর মধ্যে পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে শিশুদের যেমন হাসি ফুটেছে, শিশুদের অভিভাবকরা বেশ আনন্দিত হয়েছেন। ‘গ্ল্যামডাস্ট’ পরিচালক আমিনা খুশি বলেন, “ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশুদের ঈদের আনন্দে একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”

শিশুদের অভিভাবকরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। একজন অভিভাবক বলেন, "নতুন পোশাক পেয়ে আমাদের শিশুদের মুখে হাসি এসেছে, এটাই আমাদের ঈদের আনন্দ।" দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে আমাদের শিশুদের নতুন পোশাক দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য একটি বড় সাহায্য।"

‘গ্ল্যামডাস্টের' পরিচালক আমিনা খুশি তার বক্তব্যে আরো বলেন, "আমার বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।" তিনি আরও জানান, গ্ল্যামডাস্টের এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন