শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্পে ফারহান-ফারিণ!

gbn

পড়াতে গিয়ে ছাত্রীর প্রেমে পড়ে যান এমন অনেক গল্পই শোনা যায় প্রতিনিয়ত। এসব গল্প নিয়ে দেখা গেছে অনেক নাটক সিনেমাও। আসছে রোজা ঈদেও প্রকাশ হবে একটি নাটক। এতে দেখা যাবে ছাত্রী ফারিণ খানের প্রেমে মজেছেন শিক্ষক চরিত্রের মুশফিক আর ফারহান।

সিরিয়াস শিক্ষক আর উদাসীন ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নির্মিত এ নাটকের নাম ‘লাভ ইউ টিচার’। ঈদের নাটকটি বানিয়েছেন তৌফিকুল ইসলাম। গল্পটাও নির্মাতারই। সিএমভি’র ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

 

‘লাভ ইউ টিচার’ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘শিক্ষক-ছাত্রীর মধ্যকার প্রেমের ঘটনা নতুন নয়। তবে আমাদের গল্পটি পুরনো গল্পের ইউনিক ভার্সন। প্রেম, বিরহ, ফান- গল্পটিতে সবই থাকছে। শিক্ষকের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন অভিনেতা ফারহান। ছাত্রীর চরিত্রে ফারিণ মিশে গেছেন। দর্শকরা গল্পটি উপভোগ করবেন, নিশ্চিত।’

শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্পে ফারহান-ফারিণ!

 

নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের শিক্ষিত ও নিম্নবিত্ত সংসারের ছেলে শফিক। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি সংসার চালানোর জন্য ঘর ভাড়া নিয়ে ব্যাচ আকারে কলেজ শিক্ষার্থীদের পড়ায়। শফিক পড়াশোনা ও শিক্ষকতার প্রতি খুবই সিরিয়াস। একই ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যানের আদরের কন্যা কেয়া আক্তার। পড়াশুনার চেয়ে উদাসীন থাকতেই বেশি পছন্দ। সেই কেয়া মাস্টার শফিকের কাছে পড়তে আসে। তৈরি হয় শফিক ও কেয়ার মধ্যে সম্পর্কের নানান জটিলতা।

 

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাভ ইউ টিচার’ ছাড়াও এবারের ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে ১৪টির মতো বিশেষ প্রজেক্ট। চাঁদরাত থেকে এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন