নিজস্ব প্রতিবেদক, বড়লেখা::
মৌলভীবাজারের বড়লেখায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অন্তর্ভুক্ত কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান করেছে সামাজিক সংগঠন বড়লেখা গ্রোবাল ইয়ূথ ফোরাম।
শনিবার (২২ মার্চ) দুপুরের বড়লেখা উপজেলা তালামিয কার্যালয়ে ১৬টি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান কারী ও নাজিমদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ফকির বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান।
এসময় উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমদ, সমাজসেবক হাফিজুর রহমান,গ্লোবাল ইয়ূথ ফোরামের কান্টি্র প্রতিনিধি মো.মাসুম আহমদ, মাওলানা সাইফুর রহমান সিদ্দিক, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মো. মিছবাহ উদ্দিন প্রমুখ ছিলেন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন গ্রোবাল ইয়ূথ ফোরামের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, স্পেন প্রবাসী মাওলানা আব্দুস শহিদ রাবু, সভাপতি আয়ারল্যান্ড প্রবাসী হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী মাওলান ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক লন্ডন প্রবাসী কামরুল ইসলাম বাবু ও উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ কবির।
প্রধান উপদেষ্টা মাহাফিজ মাওলানা মুসলিম উদ্দিন জানান, বড়লেখা গ্রোবাল ইয়ূথ ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে উপজেলার মসজিদ, মাদরাসা, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করা, হতদরিদ্রদের সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা, কন্যাদায়গ্রস্থ বাবা-মাকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন