সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

gbn

আসছে ৩০ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম বুকিংও শুরু হয়েছে। তবে এর আগেই বিতর্কে জড়ালেন সালমান। তার বিরুদ্ধে এবার বাংলার সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে। এ বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়ায়।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ তোলেন সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন। ২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমায় ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

 

যদিও গানটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ এনেছেন সমালোচকরা। এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমার বিরুদ্ধে। এদিকে তার এ পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুসামীরাও। তারা দাবি করছেন ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেকজন বিদ্রুপ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে।’অপর একজন ব্যঙ্গ করে বলেছেন, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি সিনেমা দেখছেন।’ ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না।’-এমনটাও লিখেছেন কেউ কেউ।’ এ ধরনের আলোচনা-সমালোচনায় ভারতীয়দের সোশ্যাল মিডিয়া উত্তাল।

 

গত দুসপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। এটি লিখেছেন সমীর আর দানিশ সাবরি। মুরুগাদোস নির্মিত ‘সিকান্দার’ সিনেমার এই গানে সালমানের সঙ্গে রাশমিকা মান্দানাকেও দেখা যাচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন