ঢাকায় সাংবাদিক ও লেখকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা

রোজাদার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব কাজ পরিত্যাগ করা, যা তার জন্য অন্য মাসগুলোতে হালাল ছিল এবং রমজানেও হালাল। এসব কাজ এ জন্য পরিত্যাগ করা যে আল্লাহ তাআলা রোজা অবস্থায় এই কাজগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

আজ রবিবার (২৩ মার্চ) রাজধানী ঢাকার আজিমপুর সমাজ কল্যাণ সমিতি মিলানায়তনে সাংবাদিক ও লেখকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে চকবাজার-লালবাগ এলাকায় বসবাসরত সাংবাদিকদের জনপ্রিয় সংগঠন "আজিমপুর জার্নালিষ্ট ফোরাম।" 

দৈনিক ইত্তেফাক এর সিটি এডিটর ও চীফ নিউজ রিপোর্টার আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির যুব বিষয়ক স-সম্পাদক জননেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আযম ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল । 

প্রধান অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, "আজকে দেশ যেদিকে যাচ্ছে, অত্যন্ত ভয়াবহতার দিকে যাচ্ছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিবেকের তাড়নায় আপনাদের কথাগুলো বলছি। এদেশ আমাদের সকলের। সতেরটি বছর কিভাবে কেটেছে এর ইতিহাস সবাই জানেন। বর্তমানে ৭/৮ মাস যা হচ্ছে তা আরো খারাপের দিকে যাচ্ছে। আমরাও ছাত্রনেতা ছিলাম। ৯০ সালে ঢাকা কলেজের ভিপি ছিলাম। দুইবার ছাত্র সংসদে ছিলাম। তৎকালীন সময়ে  ছাত্রদলের জেনারেল সেক্রেটারি ছিলাম। সেসময় আমরা সচিবালয় দখল করিনি। কিন্তু আজকে আমার ছোট ছোট ছাত্র ভাইয়েরা কোন সচিব আর কোন সচিব থাকবেনা, কোন পুলিশ থাকবে আর কোন পুলিশ থাকবেনা সেটা করছে। ফলে দেশটা আরো ভয়াবহতার দিকে ধাবিত হচ্ছে।" 

তিনি আরো বলেন, "একটি বাহিনীর প্রধন সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে আমরা বিতর্কিত করতে পারিনা। ব্যাপক ষড়যন্ত্র চলছে। আপনারা সাংবাদিক, সমাজের দর্পণ। আপনাদের লেখনিতে দেশ বাঁচবে আবার নেগেটিভ লিখলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারেনা, ধ্বংস হয়ে যেতে পারেনা যেতে পারেনা আপনারা থাকতে। অতএব, আপনারদের কাছে অনুরোধ! বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে আপনাদেরকে কলম চালাতে হবে।   

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ রনক, মনিরুজ্জামান মনির, শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক একরামুল কবির টুকু,, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন চকবাজার-লালবাগ এলাকায় বসবাসরত সাংবাদিকবৃন্দ ও স্থানিয় গণ্যমান্যব্যক্তিবর্গ। 

দোয়া ও ইফতারের মধ্য দিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সমাপ্তি হয়। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন