জিবি নিউজ প্রতিনিধি//
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের ৪টি সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহায়ক কর্মচারীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ৪টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ জন সহায়ক কর্মচারীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ জিন্নুন দারার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. কবির খান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরার প্রাক্তন প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রাণী দেব, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তরুণ কান্তি সরকার।
অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সহ সভাপতি এজাজ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল কিবরিয়া লিমন ও কার্যকরী সদস্য মাহবুবুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ টিপু, আপ্যায়ন সম্পাদক আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, দপ্তর সম্পাদক ইয়ামিন শাহরিয়ার ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিব্য জ্যোতি সী, কার্যকরী সদস্য তোফায়েল আহমদ লিমন, মীর্জা মো. শরীফুল ইসলাম, আশফাক রাজা চৌধুরী কামরান, অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম শোভনসহ সিলেট ৪টি সরকারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্ররা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন