অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, কটাক্ষের শিকার সালমান

gbn

বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে। এরপর থেকে কটাক্ষের শিকার হচ্ছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ভাইজানকে নিয়ে সবাই বলাবলি করছেন, ‘দেখেছিস, হাঁটুর চেয়েও ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করছে’! ‘সিকান্দার’ সিনেমার জন্য এমন কথাই শুনতে হয়েছে তাকে। সে দিন একটা কথাও বলেননি তিনি। চুপচাপ শুনেছেন সালমান।

ভাইজান এর জবাব দিলেন রোববার (২৩ মার্চ) সিনেমার ট্রেলার মুক্তির দিন। ভাইজানের সঙ্গে এ দিন ছিলেন সিনেমার নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগরওয়াল প্রমুখ। সকলের সামনে সালমান ধুইয়ে দিলেন নিন্দুকদের। তিনি সোজাসাপ্টা বললেন, ‘হোক ৩১ বছরের পার্থক্য! রাশমিকার আপত্তি নেই। তার বাবার কোনো আপত্তি নেই। তাহলে আপনাদের সমস্যা কোথায়?’

 

সালমান এদিন শুরু থেকেই মেজাজে ছিলেন। প্রেক্ষাগৃহে ছেলের সিনেমার ট্রেলার দেখতে এসেছিলেন চিত্রনাট্যকার বাবা সেলিম খান। সারাক্ষণ বাবাকে আগলে ছিলেন সালমান। রাশমিকাকেও সমানে আগলেছেন তার ৩১ বছরের বড় নায়ক! মঞ্চে হাত ধরে তাকে সামনে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। কখনো রাশমিকার প্রিয় ভঙ্গি নকল করে অনুরাগীদের মন জয় করেছেন। পর্দায় তাদের জুটি নিয়ে যতই কাটাছেঁড়া হোক, বাস্তবে তাদের কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো— এ কথা জানাতেও ভোলেননি।

অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, কটাক্ষের শিকার সালমান

 

সেই জায়গা থেকে সালমানের দাবি, ‘আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তারপরেও আমরা জুটি বেঁধে কাজ করব।’ বলেই নায়িকাকে জিজ্ঞেস করেন, ‘কী তাই তো?’ সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা। সালমান রসিকতাও করেন, আশা করছেন রাশমিকার মা তার সঙ্গে অভিনয়ের অনুমতি দেবেন। প্রেক্ষাগৃহে তখন করতালির ঝড়। এদিন ফটো সাংবাদিকেও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন, ‘মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না।’

 

সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, ‘সালমানের সব কিছু এখনো ফুরিয়ে যায়নি!’ উপস্থিত প্রত্যেকে ভাইজানের রসিকতায় খুশি। ট্রেলার দেখে এদিন উপস্থিত দর্শক অনুরাগী এবং সমালোচকেরা সালমানের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। প্রযোজকের ভাষ্য, ‘৩০ মার্চ, ঈদে আমাদের ভাগ্যপরীক্ষা। আমরা থাকব না কি থাকব না— সে দিন নির্ধারিত হবে।’অনুষ্ঠান শেষের পর রাতারাতি সালমানকে দেশের বাইরে উড়ে যেতে দেখা যায়। ইউলিয়া ভন্তুরকে তার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন