হতাশ সানি দেওল ছাড়ছেন বলিউড

gbn

সানি দেওলের বলিউডে অভিষেক হয়েছিল ১৯৮৩ সালে ‘বেতাব’সিনেমার মাধ্যমে। ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এ অভিনেতা। কিন্তু এবার তিনি বলিউড ছাড়তে চাইছেন।

সোমবার (২৪ মার্চ) প্রকাশ্যে এসেছে সানির নতুন সিনেমা ‘জাট’-এর ঝলক। অনুরাগীরা অভিনেতার এ সিনেমা নিয়ে এরই মধ্যে উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের সিনেমা ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা।

 

সানি দেওল বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে সিনেমা বানানোর কৌশল শিখতে। আমি এ সিনেমার দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’ এরই সঙ্গে ‘গদর’ অভিনেতা জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী সিনেমা নিয়েও তিনি কিছুটা আলাপ করেছেন। অভিনেতার ভাষ্য, ‘হয়তো আমি আগামীদিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।’

 

বলিউডে একের পর এক সিনেমা কেনো সাফল্যের মুখ দেখছে না? প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘আগে পরিচালকরা গল্প শোনাতেন। সেটা পছন্দ হলে প্রযোজকরা সিনেমাটি তৈরি করতেন। কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সব কিছু পাল্টে গেছে। প্রত্যেক পরিচালক এর শিকার হচ্ছেন। ফলে সিনেমা তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে।’ সানির মতে, গল্পের উপর যে কোনো সিনেমার সাফল্য নির্ভর করে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন