মৌলভীবাজারে প্রতিবারের মতো এবারও হযরত শাহ মোস্তফা (রঃ) পৌর ঈদগাহে  ঈদ-উল ফিতরের তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে

gbn

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

মৌলভীবাজার পৌরসভা হলরুমে ঈদগাহ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। সভায়  উপস্থিত ছিলেন পৌর এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার তত্ত্বাবধানে ঈদ-উল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন জেলা জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার অধ‍্যক্ষ হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমেদ রাফিদ। 
দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার অধ‍্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও মৌলভীবাজার আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুমের অধ‍্যক্ষ মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমামের দায়িত্ব পালন করবেন কাজিরগাঁও জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোহাম্মদ মুহাররম আলী।
বিষয়টি নিশ্চিত করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। 
উল্লেখ্য যে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ঈদ-উল ফিতরের দিন নির্ধারিত হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন