মৌলভীবাজার গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

gbn

মৌলভীবাজারে ২৫ মার্চ গণহত্যা দিবসে বীর শহিদদের প্রতি   ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা প্রশাসনের দপ্তর প্রদানগণ ।

মঙ্গলবার ( ২৫ র্মাচ ) সকাল সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বেরী লেকের পারে গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান,জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস: শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস ,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানভীর হোসেন,সদর উপজেলা নিবাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নেজারত শাখা এবং ট্রেজারি শাখা) মো: সোহাদ মিলু,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন,জেলার মো: কাজী মাজহারুল ইসলাম,গণকবর সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ  গাজী মোঃ মাহাবুবুর রহমান,পৌরসভার সচিব সৈয়দ নকিবুর রহমান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রদানগণ ।

উল্লেখ্য একাত্তরে পাক হানাদার বাহিনী সাতজন নিরীহ বাঙালিকে হত্যা করে এখানে মাটিচাপা দেয়। মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, ২০১৪ সালে  এই গণকবর সংরক্ষণ করার উদ্যোগ নেন। তখন পৌরসভার পক্ষ থেকে একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ করে দেয়া হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন