৭৬টি মসজিদ বন্ধের পরিকল্পনা ফ্রান্সে

বিশেষ প্রতিনিধি ঃবিচ্ছিন্নতাবাদের অভিযোগে ফ্রান্সে ৭৬টি মসজিদ বন্ধের পরিকল্পনা করছে ফ্রান্স সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানি বলেছেন, তিনি নিজেই এগুলো বন্ধের প্রস্তাব তুলবেন।    আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ডারমানি বলেছেন, প্রার্থনার এসব স্থানে কয়েক দিনের মধ্যে তল্লাশি চলবে। কোনো সন্দেহ সম্পর্কে নিশ্চিত হলে আমি বন্ধ করে দিতে বলব। এ নিয়ে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।    স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘মৌলবাদের’ প্রমাণ পাওয়ায় ৬৬ জন অবৈধ প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি মারাত্মক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ডারমানি যা বলেছেন ‘অভ্যন্তরীণ শত্রু’ রোধ করা, তা সেটিরই প্রতিশ্রুতি।                            কোন কোন অঞ্চলের মসজিদে এমন তল্লাশি চালানো হবে, তা প্রকাশ করেননি মন্ত্রী। তবে স্থানীয় বিভিন্ন নিরাপত্তাপ্রধানদের পাঠানো চিঠিতে প্যারিস এলাকার ১৬টি এবং দেশজুড়ে আরো ৬০টি মিলে মোট ৭৬টি মসজিদের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।    শিক্ষক স্যামুয়ের প্যাটিকে হত্যার পর ‘উগ্রবাদের প্রচার’ চালানোর সন্দেহে বেশ কিছু ইসলামিক স্পোর্টস গ্রুপ, দাতব্য প্রতিষ্ঠান ও সংস্থার দপ্তরে অভিযান চালায় ফরাসি পুলিশ।    গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামি উগ্রবাদকে দায়ী করছে ফ্রান্স সরকার। আর তা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন