দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

gbn

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। জয়-পরাজয় ছাপিয়ে যেখানে বড় হয়ে উঠে মর্যাদা। সেই মর্যাদার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে রীতিমত বিধ্বস্ত হলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ছন্নছাড়া ফুটবল খেলে আলবিসেলেস্তেদের কাছে ৪-১ গোলে নাকাল হয়েছে সেলেসাওরা।

আর্জেন্টিনার কাছে এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে এই বড় ধাক্কা সত্ত্বেও, তিনি পরিস্থিতি বদলানোর বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘(হারের) সম্পূর্ণ দায় আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে শ্রেয় ছিল, সবদিক থেকেই শ্রেয়।’ এরপর তিনি দুঃখ প্রকাশ করেন।

ব্রাজিল কোচ মনে করেন, আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি ব্যাখ্যা করা খুব কঠিন এবং জটিল। আমরা এক মুহূর্তের জন্যও আমাদের খেলাটা খেলতে পারিনি। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল।’

 

এমন এক হার ব্রাজিলকে ভীষণভাবে আঘাত করেছে উল্লেখ করেছে দরিভাল জুনিয়র আরও বলেন, ‘এটা স্বাভাবিক। এই ধরনের ফল আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি।’

 

মঙ্গলবারের পরাজয়ের ফলে, ১৪ ম্যাচের পর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২১। অন্যদিকে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন