Social Hub WhatsApp group এর উদ্যোগে বৃহত্তর ভাদগাঁও এলাকায় লাইটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

gbn

অদ্য ২৫/০৩/২৫, ২৪ রমজান দেশ এবং প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঐতিহ্যবাহী ভাদগাঁও বৃহত্তর এলাকায় লাইটিং উদ্বোধন উপলক্ষে ইফতার ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী, ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত, Social Hub WhatsApp Group এর সিনিয়র সদস্য বৃন্দ জনাব ময়নু মিয়া, জিতু আলী কমরু ,  জনাব ফখরুল ইসলাম, রকিব আহমদ, শাহজাহান মিয়া, সুলেমান মিয়া, ওয়াজিদ মিয়া, তাহির বক্স, সাইফুর রহমান চৌধুরী, লন্ডন প্রবাসী আউয়াল আহমদ,  সিতু মিয়া, সুহেল আহমদ, সুয়েব আহমদ Social Hub Group এর সকল সদস্য বৃন্দ সহ ১১ মৌজার বিশিষ্ট মুরব্বি ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ্য ২৭/০২/২০২৪ সালে Social Hub গ্রুপটি তৈরি হয়। এই গ্রুপের মাধ্যমে অনেক অসহায় পরিবার কে খাদ্য সামগ্রী সহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে Social Hub Group জড়িত ছিল।

সর্বশেষে ভাদগাঁও এমদাদুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা ইমদাদুর রহমান ও বর্তমান মুহতামিম মাওলানা আবুল কালাম উভয়ে দোয়া পরিচালনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন