মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পশ্চিমের শুভেচ্ছা

gbn

হাকিকুল ইসলাম খোকন,

২৬শে মার্চ, মহান স্বাধীনতার ৫৪তম দিবসে  যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ  পশ্চিম  াখার সভাপতি ডাঃরবি আলম ও সাধারণ সম্পাদক শফিকুল আসম বরকত এক যুক্ত বিবৃতিতে বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনের প্রথম প্রহরে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষনা করেন। বাংলাদেশের জনগণ তাঁদের প্রাপ্য ও ন্যায্য অধিকারের জন্য যে লড়াই ১৯৪৭ সালের দেশভাগের পর এই ভূখন্ডে করছিলো সেই অধিকারের দাবী দমাতে পাকিস্তানী সেনাবাহিনী ২৫ মার্চের কালো রাত্রির অন্ধকারে নিরস্ত্র বাঙালীদের উপর অতর্কিতে নৃশংস ও কাপুরোষিত আক্রমণ করে। যে মুক্তির সংগ্রাম, জাতির জনকের হাত ধরে এই বাংলায় দ্রোহের মত ছড়িয়ে পড়েছিলো বছরের পর বছর সেটির একটি পূর্ণাঙ্গ রূপ-ই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষনা, যা পরবর্তীতে স্বাধীনতার ঘোষনাপত্রে উল্লেখিত হয়।
নেতৃবৃন্দ আরোও বলেন,
২৬ মার্চ”রএই দিনে, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধের সমস্ত নিহত শহীদ, নৃশংস আক্রমণের শিকার নারী-পুরুষ-শিশু, দেশ ত্যাগে বাধ্য হওয়া, সম্ভ্রমের উপর অত্যাচার হওয়াসহ সমস্ত আক্রান্ত নাগরিকদের। যাদের সকলের আত্নত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাঙালি জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে। ৩০ লক্ষ কিংবা তারও বেশী শহীদ ও দুই লক্ষ কিংবা তারও বেশী মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।

২০২৫ সালের আজকের দিনে আমরা এক ভয়াবহ সময় অতিক্রান্ত করছি। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাবার পরেও বাংলাদেশকে আজ খামচে ধরেছে পুরোনো শকুন। এখানে পাকিস্তানের প্রেতাত্নারা আজ পুরো দেশে জাঁকিয়ে বসেছে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংগ্রাম,বিজয়, লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত বিজয় সবই আজকের এই সময়ে নিঃশেষ করবার চক্রান্তে লিপ্ত একাত্তরের পরাজিত শত্রুরা। এই পরাজিত শক্তিরা আক্রমণ করেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নাম্বারের বাড়ি, আক্রমণ করেছে মুক্তিযোদ্ধাদের উপর, মুক্তিযুদ্ধের প্রতিটি বয়ানের উপর।

বাংলার মুক্তিকামী ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা আজ এত আক্রান্ত হবার পরেও ঐক্যবদ্ধ হচ্ছে। মুক্তির এই মিছিলে বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো মুক্তিযুদ্ধের চেতনাই মূল প্রাসঙ্গিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

২০২৫ সালের ২৬ শে মার্চে আজকের এই দিনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ (পশ্চিম)-এর পক্ষ থেকে আমরা স্বাধীনতার প্রাণঢালা শুভেচ্ছার পাশাপাশি এও দৃড়ভাবে উচ্চারণ করছি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত মানুষ  আবারো মুক্তিযুদ্ধের প্রেরণায় সামনে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে অপঃশক্তির কবল থেকে উদ্ধার করবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন