জুড়ী প্রতিনিধি //
মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউ.কে এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল-এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউ.কে এর প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী বড় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এমদাদুর রহমান, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর।
উপস্থিত ছিলেন- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সমাজসেবক খোসমান আহমদ, ইউপি সদস্য জাকির মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে উপজেলার তিন শতাধিক পরিবারকে খাদ্য ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন