ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি' র ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন

gbn

হাকিকুল ইসলাম খোকন, 

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র যৌথ উদ্যোগে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে " ঈদ খাদ্য সামগ্রী " বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের  উপদেষ্টা এবং সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র  উপদেষ্টা  ও সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপদেষ্টা,   ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম ও বিশ্ব দর্পন এর সম্পাদক  মাহবুব আলম কমল। বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন শাইক রায়হান ।
মুক্তিযুদ্বের বীরঙ্গনা নারীদেরকে ঈদ খাদ্য সামগ্রী  দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়,রিজিয়া বেগম,কানন গোমেজ,নুরজাহান বেগম,সাবিহা বেগম, রংমালা,স্বরনলতা ফলি, সন্ধ্যা ঘোষ, রাজিয়া বেগম এবং হনুফা বেগমদের মাঝে ঊপহার বিতরনের মাধ‍্যমে ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ  ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র এই ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর এর সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।


এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের সদস্য এস এ টিভি গ্রিস প্রতিনিধি ও গ্রিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া ডালিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মোস্তফা আল আজাদ  মুস্তাফিজ,যুগ্ম সাধারণ সম্পাদক  নুরুল আলম আজাদ, সহ- সাধারণ সম্পাদক ইদি আমিন এপোলো, প্রচার সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞ আইনজীবী প্যানেল এর সদস্য  ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী, এডভোকেট মোড়ল জিয়াউর রহমান।
গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ  চলমান থাকবে বলে জানিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন