হাকিকুল ইসলাম খোকন,
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র যৌথ উদ্যোগে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে " ঈদ খাদ্য সামগ্রী " বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের উপদেষ্টা এবং সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র উপদেষ্টা ও সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম ও বিশ্ব দর্পন এর সম্পাদক মাহবুব আলম কমল। বাপসনিউজকে এ সংবাদ দিয়েছেন শাইক রায়হান ।
মুক্তিযুদ্বের বীরঙ্গনা নারীদেরকে ঈদ খাদ্য সামগ্রী দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়,রিজিয়া বেগম,কানন গোমেজ,নুরজাহান বেগম,সাবিহা বেগম, রংমালা,স্বরনলতা ফলি, সন্ধ্যা ঘোষ, রাজিয়া বেগম এবং হনুফা বেগমদের মাঝে ঊপহার বিতরনের মাধ্যমে ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র এই ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর এর সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের সদস্য এস এ টিভি গ্রিস প্রতিনিধি ও গ্রিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া ডালিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মোস্তফা আল আজাদ মুস্তাফিজ,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ, সহ- সাধারণ সম্পাদক ইদি আমিন এপোলো, প্রচার সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞ আইনজীবী প্যানেল এর সদস্য ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী, এডভোকেট মোড়ল জিয়াউর রহমান।
গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন