দুর্দান্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা

gbn

লা লিগায় শীর্ষস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। বৃহস্পতিবার নিজেদের মাঠে ওসাসুনার বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে তারা এখন শীর্ষে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করেছে। ৩-০ গোলের দাপুটে জয়ে দলটির অপরাজিত থাকার রেকর্ড এখন টানা ১৯ ম্যাচে পৌঁছেছে।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। ১১তম মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। আলেহান্দ্রো বালদে’র নিচু ক্রস থেকে ছয় গজ দূর থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলে স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি তিনি।

 

দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা নিয়ন্ত্রণ ধরে রাখে। একাধিক আক্রমণ গড়লেও গোল আসছিল না। তবে ৭৭তম মিনিটে দলের তৃতীয় ও শেষ গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। কাছ থেকে হেড করে বল জালে জড়ান এই পোলিশ স্ট্রাইকার।

গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে এখনো কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে তারাই একমাত্র দল যারা ২০২৫ সালে এখনো অপরাজিত।

 

২৮ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৬৩ পয়েন্ট, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। লিগে এখনো ১০টি ম্যাচ বাকি, যা শিরোপা লড়াইকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন