আজ বাংলাদেশের ‘হিরো দ্য সুপারস্টার’ শাকিব খানের জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ আজকের দিনে গোপালগঞ্জে জন্ম তাঁর। শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।
১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু।
এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ঢালিউডের ‘নাম্বার ওয়ান শাকিব খান’কে।
আজ জন্মদিনে প্রকাশিত হবে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘বরবাদ’ ছবির ‘চাঁদ মামা’ গানটি। সেই সঙ্গে কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফীর ‘তাণ্ডব’-এর ফার্স্ট লুকও প্রকাশিত হওয়ার কথা রয়েছে আজ।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন